Friday, December 5, 2025

যশোর নীলগঞ্জ মহাশ্মশানের অচলাবস্থা নিরসনে সচেতন সনাতন সমাজের উদ্যোগ

যশোরের ঐতিহ্যবাহী নীলগঞ্জ মহাশ্মশানের কার্যক্রমের স্থবিরতা দূর করতে উদ্যোগ নিয়েছে সচেতন সনাতন সমাজ। শুক্রবার (৮ মে) এক বিশেষ সাধারণ সভায় মহাশ্মশানের কার্যক্রম সচল করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়।

সভায় অধ্যাপক অলোক ঘোষ-কে আহ্বায়ক এবং সনৎ কুমার সাহা-কে সদস্য সচিব করে একটি প্রক্রিয়াভিত্তিক কমিটি ঘোষণা করা হয়, যা আগামী দিনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্ববায়ক এডভোকেট সুদীপ্ত কুমার ঘোষ, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুন্ডু, যুগ্ম সম্পাদক মৃণাল কান্তি দে, সনাতন ধর্মীয় নেতা অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী।

সভাটি সঞ্চালনা করেন দীপক কুমার রায়।

বক্তারা বলেন, নীলগঞ্জ মহাশ্মশান শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি সনাতন সমাজের সংস্কৃতি, আস্থা ও মর্যাদার প্রতীক। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অচলাবস্থায় পড়া এই মহাশ্মশানকে পুনরুজ্জীবিত করতে প্রশাসন ও সমাজের সক্রিয় সহায়তা প্রয়োজন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর