পাকিস্তানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ভারত থেকে পাঠানো ২৫টি ইসরায়েলি হরপ ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।
বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব ড্রোন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা সফট-কিল (প্রযুক্তিগতভাবে ধ্বংস) ও হার্ড-কিল (অস্ত্র ব্যবহার করে ধ্বংস) কৌশল ব্যবহার করে সবগুলো ড্রোন গুলি করে নামাতে সক্ষম হয়েছে।
আইএসপিআর জানায়, পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী দাবি করেছে, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
৬ মে ভারতের বিমান হামলার পাল্টা জবাবে পাকিস্তানের প্রতিরোধ অভিযানে ভারতের পাঁচটি অত্যাধুনিক যুদ্ধবিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনা নিহত হয়েছে বলে আইএসপিআর জানায়।
পাকিস্তান সেনাবাহিনীর ভাষায়, “শত্রুর প্রতিটি অশুভ পরিকল্পনা নস্যাৎ করে জাতির সুরক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।”
এদিকে ভারতীয় কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।







