মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ফসলি জমি ও বিল রক্ষা এবং মাছের ঘের অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিকরা।
জানা গেছে, উপজেলার ঢাকুরিয়া, ব্রাহ্মণডাঙ্গা, হুরগাতী, ভবানিপুর ও জয়পুর গ্রামের হাজার হাজার কৃষকের একমাত্র ভরসা কোচ বিল। কিন্তু একটি প্রভাবশালী মহল একের পর এক ফসলি জমি নষ্ট করে মাছের ঘের তৈরি করছে, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে জমিতে পানি জমে থেকে ফসল চাষে বাধা সৃষ্টি হচ্ছে এবং কৃষিজীবীদের জীবিকায় বিপর্যয় দেখা দিয়েছে।
বুধবার (৭ মে) সকাল ১১টায় জয়পুর কোচবিল এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, “এ অঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভরশীল। ঘেরের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে শুধু ফসলহানিই নয়, পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে।”
তারা দ্রুত ঘের অপসারণ করে স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন কৃষক মনির পাটোয়ারী, সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, কোরবান আলীসহ আরও অনেকে।
ঘের মালিক ইনামুল কবীর দাবি করেন, “আমি আইন মেনেই ঘের করেছি এবং পানি নিষ্কাশনের জন্য ক্যানেল রেখেছি। কৃষকদের স্বার্থে প্রয়োজনে ক্যানেল আরও বড় করব।”
এ বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, “আমি ইতোমধ্যে এলাকা পরিদর্শন করে স্কেভেটর মেশিন বন্ধ করে দিয়েছি। ফসলি জমি রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে, কেউ যেন অবৈধভাবে ঘের করতে না পারে, সে বিষয়েও নজরদারি চলছে।”







