যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আড়শিংড়ী গ্রামের বর্ডার মাঠ এলাকার প্রায় ৫০ জন কৃষক দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে মাথায় করে ফসল পরিবহন করছেন।
প্রায় ২০০ বিঘা জমির ধান ঘরে তুলতে কৃষকদের হাঁটুসমান কাদা কিংবা গ্রীষ্মের রোদের মধ্যে ভোগান্তি পোহাতে হয়। কারণ মাঠের পাশে বিজিবি ক্যাম্প থাকলেও রাস্তার জন্য প্রয়োজনীয় জমি ছাড়তে নারাজ এক জমির মালিক রহিমা আক্তার সুখি।
কৃষকরা জানান, আগে থানায় অভিযোগ দিলে এসআই মারুফ বিষয়টি মীমাংসা করে ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেন জমি মালিকের পক্ষ থেকে। কিন্তু কিছুদিন পর সেই টাকা ফেরত দিয়ে রাস্তা না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
কৃষক আব্দুল্লাহ আলী বলেন, “আমার ১০ বিঘা জমির ধান মাথায় করে আনতে হয়। একটি ভ্যান পর্যন্ত যেতে পারে না।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে উভয়পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।”







