Thursday, July 17, 2025

বাঘারপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আজম খান, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় ওয়ালীদ হাসান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৫ মে) রাতে উপজেলা সদরের প্রাণিসম্পদ রোডের সামাজিক বনায়ন অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ওয়ালীদ হাসান উপজেলার দোহাকুলা গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) অনিমেষ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, প্রাণিসম্পদ রোড এলাকায় তিন-চারজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির চেষ্টা করছে। অভিযান চালিয়ে ওয়ালীদকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় অন্যরা পালিয়ে যায়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, আটক ওয়ালীদের বিরুদ্ধে এর আগেও মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর