Friday, December 5, 2025

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জামানের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জামান (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৪ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন প্যারালাইসিসে ভুগছিলেন।

সোমবার (৫ মে) সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করে উপজেলা প্রশাসন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক নাতনি ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মোস্তফা জামান ছিলেন সম্মুখসমরে অংশগ্রহণকারী এক সাহসী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর