কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে মহান মে দিবস উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক নেতা বজলু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের নেতৃবৃন্দ—আলামিন বিশ্বাস, মিজানুর রহমান, তাইজুল ইসলাম, আশরাফ, আক্তার, আলম, কবির, মফিজ, কামরুল, হযরত আলী, ইয়াসিন, আনিস, তবি, হাবিবুর রহমান, সওকাত ও আমজেদ প্রমুখ।
বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানান।







