Thursday, July 17, 2025

মিস্টারবিস্টের সাফল্যের মূলমন্ত্র কী?

ইউটিউব দুনিয়ার শীর্ষ তারকা জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টারবিস্ট’ নামে বিশ্বব্যাপী পরিচিত, সম্প্রতি জানিয়েছেন কীভাবে তিনি গড়ে তুলেছেন তাঁর বিপুল জনপ্রিয়তা ও সফলতা। তবে তাঁর বক্তব্য স্পষ্ট—এই উচ্চতায় পৌঁছানো সবার পক্ষে সম্ভব নয়।

বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৮৫ মিলিয়ন ডলার। ইউটিউব ছাড়াও তিনি যুক্ত আছেন একাধিক ব্যবসা ও দাতব্য প্রকল্পে। এমনকি খুব শিগগিরই অ্যামাজনে একটি টিভি সিরিজও শুরু করতে যাচ্ছেন। বিজনেস ইনসাইডারের তথ্যমতে, তাঁর গড়ে তোলা পুরো সাম্রাজ্যের মূল্য এখন প্রায় ৭০০ মিলিয়ন ডলার।

ডোনাল্ডসন দীর্ঘ ১৫ বছর ধরে কনটেন্ট তৈরি করছেন এবং বলেন, আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের মনোযোগ ধরে রাখা আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। তাই শুরু থেকেই তিনি এমন ভিডিও বানানোর চেষ্টা করেছেন যা দর্শকের মনে দাগ কাটে। সম্প্রতি ‘ডায়েরি অব আ সিইও’ পডকাস্টে তিনি তাঁর কৌশল ব্যাখ্যা করেন।

একটি উদাহরণ টেনে তিনি বলেন, “রাস্তায় একটি গরু দেখে আমরা অবাক হই না, কারণ তা স্বাভাবিক। কিন্তু যদি সেই গরু হয় বেগুনি রঙের, তখন সেটি আমাদের নজর কাড়ে এবং আমরা তা মনে রাখি।” সামাজিক যোগাযোগমাধ্যমেও ঠিক একই জিনিস ঘটে—ব্যতিক্রমী কিছুই মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং স্মরণীয় হয়ে ওঠে। ডোনাল্ডসনের মতে, “আমি এমন ভিডিও বানাতে চাই, যেটা কেউ মিস করতে চায় না।”

তাঁর ইউটিউব চ্যানেলে দেখা যায় চমকপ্রদ সব কনটেন্ট: যেমন ১০০ ঘণ্টা একটি পিরামিডের ভেতরে থাকার অভিজ্ঞতা, সাত দিন সমুদ্রে আটকে থাকা কিংবা মুদি দোকানে টিকে থাকলে ১০ হাজার ডলার জেতার চ্যালেঞ্জ। এসব ভিডিও তৈরিতে প্রয়োজন হয় বিশাল বাজেট, সময়সাপেক্ষ পরিকল্পনা ও প্রায়শই বিশেষ অনুমতির।

প্রতি ভিডিওতে ডোনাল্ডসনের খরচ হয় লাখ লাখ ডলার। সম্প্রতি ইলন মাস্ক তাঁকে ভিডিও শেয়ারিংয়ের জন্য ‘এক্স’ (সাবেক টুইটার)-এ আসার প্রস্তাব দেন, তবে তিনি তা নাকচ করেন এই যুক্তিতে যে, প্ল্যাটফর্মটি তাঁর ভিডিও নির্মাণ ব্যয়ের সামান্য অংশও ফেরত দিতে পারবে না।

তিনি বলেন, সত্যিকারের ভিন্ন কনটেন্ট বানাতে হলে এমন কিছু করতে হবে যা আগে কেউ ভাবেনি। তাঁর ভাষায়, “যে সমস্যাগুলো সবচেয়ে কঠিন ও জটিল, সেখানেই সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়ে থাকে।” ইউটিউবের মতো প্ল্যাটফর্মে যেখানে ‘উইনার টেকস অল’ বাস্তবতা কাজ করে, সেখানে সফল হতে হলে চাই অনন্য ও অবিস্মরণীয় কিছু।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর