Thursday, July 17, 2025

বাঘারপাড়ায় প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ ইউএনও’র কাছে

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ানকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদাররা। মঙ্গলবার (২৯ এপ্রিল) নয়জন ঠিকাদারের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ চলমান রয়েছে। সেখানে জানালার নিচে কিছু জায়গায় নিম্নমানের ঢালাই কাজ হয়েছে—এমন অভিযোগে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ অবস্থায় ২৮ এপ্রিল এলজিইডির একটি উচ্চপর্যায়ের পরিদর্শন টিম খলশী এলাকায় গেলে স্থানীয় আক্তার হোসেন ও কাশেম আলী পরিকল্পিতভাবে উপজেলা প্রকৌশলী ও পরিদর্শন টিমকে হুমকি দেয় এবং নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার ভয় দেখায়।

ঠিকাদাররা অভিযোগ করেছেন, কাজের মান নিয়ে প্রশ্ন থাকলে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু তা নিয়ে সন্ত্রাসী আচরণ ও হুমকি-ধামকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৯৪ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হয়। মাত্র তিন মাসে ভবনের মূল কাঠামোর কাজ শেষ করা হয়েছে। তিনি জানান, গুণগত মানের সঙ্গে কখনো আপস করা হয়নি। যেসব জায়গায় ত্রুটি দেখা গেছে, তা চিহ্নিত করে ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের দায়িত্ব থানার ওসিকে দেওয়া হয়েছে। প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে সাত সদস্যের একটি পরিদর্শন দল বিদ্যালয় নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর