Friday, December 5, 2025

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

সভাপতি হামিদুল, সম্পাদক এস.এম. মজনু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মণিরামপুর উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাগডাঙ্গা-দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এস.এম. মজনুর রহমান।

২১ এপ্রিল রাতে কমিটির অনুমোদন দেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট যশোর জেলার সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক শেখ রাজীব মাহমুদ।

জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ রাজীব মাহমুদ জানান, নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও মাসুদ কামাল তুষার, আর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান।

জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, “নতুন কমিটি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর