নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি: খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণ এবং রাঙামাটির কাউখালীতে পাহাড়ি এক নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান আদিবাসী ছাত্র সমাজ।
রবিবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় বান্দরবান সদরের ট্রাফিক মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ম্যালকম ম্রো বলেন,
“আমরা আর সংঘাত চাই না। কোনো মায়ের কোল খালি হোক, তা আমরা চাই না। সে হোক পাহাড়ি কিংবা বাঙালি, সমতলের হোক কিংবা পাহাড়ের, ফিলিস্তিন হোক বা বাংলাদেশ—অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ হবেই।”
তিনি অবিলম্বে অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবি জানান। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহরণ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা—মৈত্রীময় চাকমা, অলড্রিন ত্রিপুরা, দিব্যি চাকমা, রিশন চাকমা ও লংঙি ম্রো।
এ ঘটনায় বিভিন্ন মহল পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-কে দায়ী করলেও, অপহরণের চারদিন পার হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।
সমাবেশ থেকে জানানো হয়, উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি।
এছাড়াও বক্তারা রাঙামাটির কাউখালী উপজেলার বড়ড়লু গ্রামে পাহাড়ি এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. ফাহিম (২৫)-কে এখনও গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, ফাহিম ওই নারীকে দীর্ঘদিন আটকে রেখে শারীরিক নির্যাতন, ধর্ষণ এবং ধর্মান্তরিত করার চেষ্টা করে। ১৭ এপ্রিল ভুক্তভোগী কোনোমতে পালিয়ে এসে থানায় মামলা করেন। তবে তিনদিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।
সমাবেশ থেকে আদিবাসী ছাত্র সমাজ ৫ দফা দাবি তুলে ধরে:
১. অপহৃত শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত ও সুস্থ শরীরে মুক্তি।
২. উদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৩. অপহরণে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।
৪. ধর্ষক মো. ফাহিম ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।
৫. পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।
সমাবেশে বক্তব্য রাখেন—সাধারণ শিক্ষার্থী বিটন তঞ্চঙ্গ্যা, চবি শিক্ষার্থী ম্যালকম ম্রো, উলিচিং মারমা, এডিসন চাকমা, তনয়া ম্রো, উসিং ম্যা মারমা, অংশৈসিং মারমা, এবং ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি জন ত্রিপুরা।
এসময় বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন।







