Friday, December 5, 2025

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে বৈসাবী উপলক্ষে আর্থিক সহায়তা বিতরণ

নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি: বাংলা নববর্ষ ও নৃ-গোষ্ঠীদের প্রধান উৎসব ‘বৈসাবী’ উপলক্ষে বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আর্থিক সহায়তা বিতরণ করেছে। গত ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) বিভিন্ন দুর্গম এলাকায় বসবাসরত স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে অনুদান ও নিরাপত্তা প্রদান করা হয়।

আলীকদম ব্যাটালিয়নের অধীনস্থ মদক ও পানঝিরি বিওপির দায়িত্বপূর্ণ বড় মদক পাড়া, পাইমং পাড়া, ঊষামং পাড়া, পুসাতং পাড়া, বুলুপাড়া ও আশপাশের এলাকায় বসবাসরত জনগণের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

বিজিবি জানায়, পার্বত্য সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসরত জনসাধারণের জীবনমান উন্নয়ন ও উৎসব নির্বিঘ্ন করতে নিয়মিত সহযোগিতা করে আসছে ৫৭ বিজিবি। এতে বিজিবি ও স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তির বন্ধন আরও দৃঢ় হচ্ছে।

এই সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় মদক বিওপির কমান্ডার ক্যাপ্টেন জেড. এস. নাহিয়ান এবং বুলুপাড়া বিওপির ক্যাপ্টেন আল-শাহরিয়ার সিয়াম। বিজিবির টহল দলের উপস্থিতিতে উৎসবস্থলগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে বৈসাবী উৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর