আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : বাঘারপাড়ায় ১২’শ ৯০জন প্রান্তিক কৃষক কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার পেয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণের হলরুমে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ কৃষকদের দেওয়া হয়। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ৯’শ৭০জন কৃষক উফসী আউস ধানের বীজ পেয়েছেন। এসময় প্রত্যেক কৃষককে ৫কেজি করে ধানের বীজ, ১০ কেজি ড্যাপ (ডাই এ্যমোনিয়া ফসফেট) ও ১০ কেজী এমওপি (মিউরেট অব পটাশ) রাসায়নিক সার দেওয়া হয়েছে। একই কর্মসূচিতে ৩’শ ২০ জন কৃষক ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ড্যাপ ও ৫কেজি এমওপি রাসায়নিক সার দেয়া হয়েছে । এসময় উপজেলা কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান, মৎস্য অফিসারসহ উপজেলা উপসহকারি কৃষি অফিসাররা উপস্থিত ছিলেন।