Friday, December 5, 2025

চৌগাছায় কৃষকের মাল্টা বাগান কেটে দিল দুর্বৃত্তরা, ছয় লাখ টাকার ক্ষতি

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় এক কৃষকের দুই বছরের পরিশ্রমে গড়া মাল্টা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙুরপুর মাঠে সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

কৃষক আমিনুর রহমান খান স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, দুই বছর ধরে দুই বিঘা পাঁচ কাঠা জমিতে মাল্টা চাষ করে আসছেন। আগামী বছরের মধ্যেই প্রথমবারের মতো ফল সংগ্রহের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল।

তিনি বলেন, “জীবনের সব সঞ্চয় দিয়ে এই বাগান করেছি। কারও সঙ্গে শত্রুতা নেই। যারা এটা করেছে, তারা শুধু গাছ নয়, আমার স্বপ্নটাকেই ধ্বংস করে দিয়েছে।”

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাব্বির হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “এটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। মাল্টা চাষ এই অঞ্চলে সম্প্রসারণের পথে ছিল। এমন ঘটনা নতুন চাষিদের নিরুৎসাহিত করতে পারে। কৃষকের জন্য এটি একেবারেই অপূরণীয় ক্ষতি।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, গাছগুলো গোড়া থেকে কেটে ফেলা হয়েছে, যাতে আর গজাতে না পারে। তাঁরা দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর