Thursday, July 17, 2025

বাঘারপাড়ায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন বিষয়ক মতবিনিময় সভা

আজম খাঁন, বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়ায় সহিংসতা নিরসন ও সামাজিক সম্প্রীতি স্থাপন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও-এর অর্থায়নে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সবদুল হোসেন।

সভায় বক্তব্য দেন বীর প্রতীক ইসহাক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, দিলরুবা পারভিন, আদিবাসী কমিটির সভাপতি ও পিএফজি সদস্য প্রহল্লাদ মণ্ডল, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি নজরুল ইসলাম, পিএফজি সমন্বয়কারী ইকরামুল কবির মিঠু, জাকের পার্টির সভাপতি লিটন হোসেন, ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ নাজমুল হুদা, অনিল কুমার ইন্দ্র, ইমতিয়াজ উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান এবং সাব-ইন্সপেক্টর অনিমেষ রায়।

বক্তারা বলেন, রাজনৈতিক বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা ও পারিবারিক সচেতনতার অভাব সমাজে সহিংসতা বাড়াচ্ছে। মোবাইল ফোনের অপব্যবহার রোধ, শিক্ষার প্রসার ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সহিংসতা কমানো সম্ভব। এই ধরনের কার্যক্রম দেশের প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরামর্শও দেওয়া হয়।

সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর