জাকির হোসেন, কেশবপুর: কেশবপুর পৌরসভার ৬ নম্বর (বাজিদপুর-সরফাবাদ) ওয়ার্ড বিএনপির আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ বলেন, “অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বিগত ১৬ বছর দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনাদের মাঝে আসতে পারিনি। ৫ আগস্টের ঘটনার পর আজ এখানে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এখন থেকে আমি আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার আমলে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, গুম, খুন, নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। দেশের রাষ্ট্রীয় কাঠামোকে নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। রাজধানী ঢাকাসহ জেলা পর্যায়ে গড়ে ওঠা ‘আয়রন রুম’-এ বহু মানুষকে আটক রেখে নির্যাতন করা হয়েছে।”
রেহেনা আজাদ আরও বলেন, “আমরা যদি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসি, তবে এসব অনাচারের সুষ্ঠু বিচার করা হবে।”
ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাজমা সুলতানা, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া আলী, উপজেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক শাহানারা খাতুন এবং যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুল নাহার নুরি প্রমুখ।







