চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় দুটি গাঁজা গাছসহ রিয়াজ (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার কেসমতখাঁনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিয়াজ কেসমতখাঁনপুর গ্রামের আজগর আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, এসআই মেহেদী হাসান মারুফের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রাগন ফলের বাগান থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করে।
রিয়াজের চাচাতো ভাই জাকির হোসেন জানান, রিয়াজ একজন ব্যবসায়ী। তার সার বিক্রির দোকান ও চায়ের দোকানের পাশাপাশি একটি ড্রাগন ফলের বাগান রয়েছে। জাকিরের দাবি, রিয়াজের বাবা গোপনে গাঁজা সেবন করতেন এবং সেখান থেকেই পড়ে যাওয়া বীজ থেকে গাছ দুটি জন্ম নিতে পারে। রিয়াজ গাছ কেটে ফেলতে চাইলেও তার বাবা বাধা দেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “মাদক ও মাদক চাষের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটক রিয়াজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”







