কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলার মধ্যকুল এলাকা থেকে গাঁজা সেবনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কসহ চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ১১ এপ্রিল।
গ্রেফতারকৃতরা হলেন, মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাজওয়ার রহমান তাহমিদ (২২), একই গ্রামের আশরাফ আলীর ছেলে মোর্তোজা (১৮), ইকরামুল ইসলামের ছেলে রেদোয়ান ইসলাম (২২) এবং সাখাওয়াত হোসেনের ছেলে ফরহাদ হোসেন (১৯)।
এ ঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, “গাঁজা সেবনের সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের ১২ এপ্রিল যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।”







