Friday, December 5, 2025

কেশবপুরে জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ১২ এপ্রিল বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মঞ্জুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি আবু জাফর সিদ্দিকি, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, জেলা যুব জামায়াতের সভাপতি অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অফিস সম্পাদক হাবিবুর রহমান, ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি আশিকুজ্জামান এবং জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক শাহাবুদ্দীন আহমেদ ও মাওলানা আব্দুস সামাদ।

এছাড়া বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, কেশবপুর জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সদস্য এ্যাডভোকেট ওজিয়ার রহমান, কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, পৌর আমীর প্রভাষক জাকির হোসেন, যুব জামায়াতের সহকারী সেক্রেটারি ওয়াহিদুজ্জামান, বাইতুল মাল সম্পাদক তৌহিদুজ্জামান, তারবিয়াত বিভাগের আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মাহাবুব রহমান এবং শিবিরের পৌর সভাপতি রুস্তম আলী।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন কেশবপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর