Friday, December 5, 2025

লামায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই অসহায় পরিবারের বসতঘর

নাজমুল হুদা, লামা: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাটাবিল এলাকায় দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে গেছে একটি অসহায় পরিবারের বসতঘর। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে প্রায় সোয়া ২টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সুফিয়া বেগমের (৬০) ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের জানান, আগুন দেখে সুফিয়া বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

বর্তমানে সুফিয়া বেগম ও তাঁর পরিবারের সদস্যরা—including ছোট ছোট শিশু—খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

সরেজমিনে জানা গেছে, সুফিয়া বেগম ও তাঁর স্বামী আব্দুল সাত্তারের সঙ্গে এলাকার কয়েকজন প্রভাবশালীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

আব্দুল সাত্তার ১৯৮২-৮৩ সালে সরকার থেকে বন্দোবস্তকৃত ফাঁসিয়াখালী মৌজার ৫ একর জমিতে দীর্ঘদিন ধরে বসবাস ও চাষাবাদ করে আসছিলেন। এই জমি দখলের পাঁয়তারা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে কিছু প্রভাবশালীর বিরুদ্ধে। আগুন দেওয়ার পেছনে জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি সংশ্লিষ্টরা সন্দেহ করছেন।

স্থানীয় বাসিন্দা নুর হোসেন ও ছিদ্দিক আহমদ বলেন, “আমরা আগুন দেখে ছুটে আসি, কিন্তু ততক্ষণে ঘরটি পুরোপুরি পুড়ে যায়। এখন ওই পরিবারটি শিশুদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে।”

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, “এখনো ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানিনি, জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজ নিচ্ছি। সহায়তার প্রয়োজন হলে তা দেওয়ার চেষ্টা করব।”

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সুফিয়া বেগমের পরিবার।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর