Friday, December 5, 2025

যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর পূর্বপাড়া গ্রাম থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক  আসলাম হোসেন এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে প্রথমে আটক করা হয় আসাদুল ইসলাম (৩৮) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। এরপর একই এলাকার আরেক বাসিন্দা আলমগীর হোসেন টুকু (৪৬) কে আটক করা হয়, যার কাছ থেকে পাওয়া যায় ২৫০ পিস ইয়াবা ও নগদ ৪৭ হাজার টাকা।

পৃথক দুইটি অভিযানে উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ ও উপপরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর