Friday, December 5, 2025

ভারতের ট্রানজিট সুবিধা বাতিল, বেনাপোল বন্দর থেকে ৪টি ট্রাক ফেরত

স্টাফ রিপোর্টার, বেনাপোল: বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা প্রত্যাহার করেছে ভারত। এর ফলে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে—ভুটান, নেপাল ও মিয়ানমারে—পণ্য পাঠানো বন্ধ হয়ে গেছে। গত ৮ এপ্রিল ভারতীয় কাস্টমসের জারি করা সার্কুলার নম্বর ১৩/২০২৫ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হয়।

এর প্রেক্ষিতে আজ বেনাপোল বন্দর থেকে চারটি রফতানি পণ্যবোঝাই ট্রাক ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। এসব ট্রাকের রফতানিকারক প্রতিষ্ঠান ‘ডিএসভি এয়ার অ্যান্ড সি লিঃ’। ট্রাক নম্বরগুলো হলো: যশোর ট-১১-১৮০২, ঢাকা মেট্রো ট-১১-৯২২১, ঢাকা মেট্রো ট-২০-৪৪৬০ ও ঢাকা মেট্রো ট-২০-১৩১২।

ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্ত্তী জানান, ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে কাস্টমস বিভাগ ট্রানজিট পণ্যের প্রবেশ বন্ধ করেছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, হঠাৎ করে ট্রানজিট সুবিধা বন্ধ হওয়ায় রফতানিকারকরা বিপাকে পড়েছেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, পেট্রাপোল কাস্টমস থার্ড কান্ট্রি পণ্যের কার্পাস ইস্যু না করায় ট্রাকগুলো ফেরত যেতে বাধ্য হয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে অন্যান্য রপ্তানি পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর