Friday, December 5, 2025

বাঘারপাড়ায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর): বুধবার (৯ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে একটি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আল হেলাল ট্রাস্ট মিলনায়তনে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও কুরআনের মুফাসসির অধ্যাপক ড. মোহাম্মদ ফয়জুল হক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, থানা কর্মপরিষদের সদস্য মাওলানা আ. আলীম, জিল্লুর রহমান, নাজিমউদ্দীন, আবু ইছা, তৈয়েব আলী, অলিয়ার রহমান ও রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ইসলামী আদর্শে সমাজ গঠনের আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর