Friday, December 5, 2025

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঝিকরগাছায় ঝিকরগাছা প্রেসক্লাবের বিক্ষোভ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: ইসরায়েলের নির্মম হামলা, হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় প্রেসক্লাবের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুর ২টায় যশোর-বেনাপোল মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ডে হাজারো সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও মানবাধিকার সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর