আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: সারাদেশের মতো যশোরের ঝিকরগাছায়ও বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।
বুধবার (১০ এপ্রিল) সকাল ১১টায় ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুল কেন্দ্র পরিদর্শনকালে ইউএনও বলেন, “আমাদের সন্তানরা যেন তাদের মেধা অনুযায়ী ফলাফল অর্জন করতে পারে, সে জন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। পরীক্ষায় কোনো অনিয়মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার এএফএম সাজ্জাদুল আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।







