মণিরামপুর (যশোর) প্রতিনিধি: প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত নাগরিক সেবা নিশ্চিত ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় গ্রাম পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশরা সম্মুখসারির যোদ্ধা। তাদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
মঙ্গলবার সকালে এনআইএলজি (জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট) এর আয়োজনে এবং মণিরামপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাসব্যাপী গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনআইএলজি’র মহাপরিচালক (গ্রেড-১) মো. আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান, জেলা কমান্ড্যান্ট মো. আল-আমিন হোসেন, এবং এনআইএলজি’র অনুষদ সদস্য মো. নাজিম উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, ওসি নূর মোহাম্মদ গাজী, বীর মুক্তিযোদ্ধা খান আখতার হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।







