জাকির হোসেন, কেশবপুর: কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে কেশবপুর পৌর শহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কেশবপুর উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাদুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য মনিরুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সাকিবুল ইসলাম ও আসাদুজ্জামান, সদস্য নাসিমসহ তিন ইউনিটের যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বরোচিত গণহত্যা মানবতাবিরোধী অপরাধের শামিল। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের হামলা বন্ধের দাবি জানান এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।







