Friday, December 5, 2025

লায়লা আফরোজ লাবলীকে মণিরামপুর মহিলা কলেজে বিদায়ী সংবর্ধনা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: দীর্ঘ শিক্ষাজীবনের শেষ প্রান্তে এসে সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগে সিক্ত হলেন মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক লায়লা আফরোজ লাবলী। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে তাঁর অবসরজনিত বিদায় উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আব্বাস উদ্দিন, বিদ্যুৎ রায়, মিতা রায়, মঞ্জু বিশ্বাস, এম. আলাউদ্দিন, মো. মফিজুর রহমান, মো. মিজানুর রহমানসহ আরও অনেকে।

লায়লা আফরোজ লাবলী ১৯৯৩ সালে কলেজের প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষকতা শুরু করেন এবং তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা দিয়ে শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদান রেখে গেছেন। বক্তারা বলেন, “তিনি শুধু একজন শিক্ষিকা নন, ছিলেন এই কলেজ পরিবারের প্রাণ। তাঁর আচরণ, স্নেহ এবং শৃঙ্খলা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বিদায়ী বক্তব্যে লায়লা আফরোজ বলেন, “এই কলেজ, আমার শিক্ষার্থীরা এবং সহকর্মীদের ভালোবাসা আমার হৃদয়ে গেঁথে থাকবে। এমন একটি মহান পেশায় জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটাতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ।”

অনুষ্ঠানের শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা, স্মারক সম্মাননা ও উপহার প্রদান করা হয়। কলেজ পরিবার তাঁর সুস্বাস্থ্য ও সুখময় অবসর জীবনের জন্য শুভ কামনা জানায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর