Friday, December 5, 2025

নওয়াপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরাইলি বাহিনীর গণহত্যা ও মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে নওয়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় কলেজের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ রোড হয়ে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। আরো বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালমান আব্দুল্লাহ, পৌরছাত্রদল আহ্বায়ক সদস্য জুবায়ের বচ্চন, ছাত্রনেতা ইসমাইল শেখ, সোহান, কলেজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম অন্তর, মোঃ রিফাত হোসেন আলাউদ্দিন, সজল, মেহেদী, সিয়াম, জিম, রাহুল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের ছাত্রসমাজের সমর্থন অটুট থাকবে এবং ইসরাইলি বাহিনীর মানবতার বিরুদ্ধে কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানানো হয়। তারা সরকারের কাছে আন্তর্জাতিক স্তরে ফিলিস্তিনের জনগণের পক্ষে অবস্থান গ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর