Friday, December 5, 2025

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর):  গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় একাধিক সংগঠনের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল জব্বার।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আব্দুল আলীম, কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, নাজিম উদ্দিন, আব্দুল হাই, রিয়াজুল ইসলাম, হাফিজুর রহমান, অলিয়ার রহমান, আব্দুস সাত্তার, আবু ইছা, যুব নেতা মতিউর রহমান এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ফিলিস্তিনে যেভাবে নারী-শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তা বিশ্বের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।” তাঁরা অবিলম্বে হামলা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, একই দিন সকালে বাঘারপাড়ার ধূপখালি গ্রামে অবস্থিত গ্রীন টাচ পরিচালিত ইবিএম স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগেও একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন গ্রীন টাচ বাংলাদেশের পরিচালক আবু হুরায়রা পিকুল, প্রধান শিক্ষিকা উম্মে জান্নাতুল, সহকারী শিক্ষক সুলতান মাহমুদ, মেহেদী হাসান, ডলি খাতুন ও সোনিয়া খাতুন। শিক্ষকরা ইহুদি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে দোকানদারদের এসব পণ্য বিক্রি না করার অনুরোধ জানান।

অন্যদিকে দুপুর আড়াইটার পর, সর্বসাধারণের ব্যানারে আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা বেলাল হুসাইন, মাওলানা ফজলুল করিম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর