ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কেশবপুরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) বিকেলে কেশবপুরের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেশবপুর পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক ময়দানে গিয়ে শেষ হয়।
গণমিছিলে অংশ নিতে বিকেল থেকেই হাজার হাজার মানুষ সমবেত হন। মিছিলে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে কেশবপুর শহর মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চলছে, তা মানবতার জন্য চরম হুমকি। বিশ্ব বিবেকের এখনই জাগ্রত হওয়া প্রয়োজন।” তাঁরা বাংলাদেশসহ মুসলিম বিশ্বের শক্ত প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান।
বক্তব্য রাখেন—বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দিন আলা, জামায়াত নেতা অধ্যাপক মোক্তার আলী, অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কামরুল ইসলাম, মাস্টার তবিবুর রহমান এবং মাওলানা হাবিবুল্লাহসহ আরও অনেকে।







