চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় গাজায় ইসরায়েলের আগ্রাসন, নির্বিচার হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ স্লোগানে একটি প্রতিবাদ মিছিল চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি গিয়ে শেষ হয় দক্ষিণ মাথার ভাস্কর্য চত্বরে, সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী মানুষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং গাজায় চলমান আগ্রাসনের নিন্দা জানান। বক্তারা অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধ এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।







