দেশের নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (৭ এপ্রিল) ঢাকায় শুরু হওয়া চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, এই তহবিল কেবল নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তায় ব্যয় হবে এবং তা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। গভর্নর আরও জানান, ৯৫ শতাংশ স্টার্টআপ ব্যর্থ হয়, কিন্তু সরকারের সহযোগিতায় অনেকেই সফল হবে।
এছাড়া সম্মেলনে সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইন্টারনেট সেবার মান উন্নয়নে ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানো হয়েছে এবং মোবাইল ও ব্রডব্যান্ড সেবাদাতাদের নীতি সহায়তা দেওয়া হচ্ছে।
সরকার ভবিষ্যতে আর কোনো ইন্টারনেট শাটডাউন করবে না বলেও আশ্বস্ত করেন তারা। এসব পদক্ষেপ উদ্যোক্তা সংস্কৃতি ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে বলে মত দেন সংশ্লিষ্টরা।
অনলাইন ডেস্ক







