Friday, December 5, 2025

আত্মহত্যা করেনি যশোরের আখি, হত্যা করেছে স্বামী নাহিদ

যশোরে গৃহবধূ আখি হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী নাহিদ হাসানকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে যশোর সদর উপজেলার বড়হৈবতপুর মাঠপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মিকাইল হোসেনের ছেলে।

কোতোয়ালি থানার এসআই এমরানুর কবীর জানান, চৌগাছা উপজেলার আফরা গ্রামের আলাউদ্দিন বাবুর মেয়ে আখির সঙ্গে বড়হৈবতপুর মাঠপাড়ার নাহিদ হাসানের বিয়ে হয়। বিয়ের পর নাহিদ আখিকে একটি মোবাইল ফোন কিনে দেন। পরে পারিবারিক কলহের জেরে আখি সেটটি ভেঙে ফেলেন। এরপর নাহিদ স্ত্রীকে আরেকটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেন।

বিয়ের ৫১ দিন পর, ২০২৪ সালের ২৫ অক্টোবর দুপুরে আখি ফুলচার্জ দেওয়া মোবাইলে কিছু দেখছিলেন। বারবার মোবাইল চাইলেও আখি পাত্তা না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে আখিকে মারধর করেন নাহিদ। সেদিন রাতেই পুলিশ খবর পায়, আখি নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সেসময় নাহিদ পুলিশকে জানায়, মোবাইল ফোন নিয়ে ঝগড়ার জেরে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে পরে ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, আখিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই তথ্য আখির বাবা আলাউদ্দিন বাবুকে জানানো হলে তিনি শনিবার রাতে কোতোয়ালি থানায় নাহিদ হাসানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে পুলিশ বড়হৈবতপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে নাহিদকে গ্রেফতার করে। পরদিন রোববার তাকে আদালতে তোলা হলে, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর