কেশবপুর প্রতিনিধি: “জীবন মানে যুদ্ধ, বেঁচে থাকা মানে প্রতিবাদ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে বিপ্রতীপের আয়োজনে পত্রিকা সম্প্রদান, আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল পাঁজিয়া বিপ্রতীপ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নয়ন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক কবি খন্দকার খসরু পারভেজ। শুভেচ্ছা বক্তব্য দেন নয়ন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক ও কবি ইব্রাহিম রেজা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সভাপতি আশুতোষ বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, কবি মকবুল মাহফুজ, প্রাবন্ধিক রুহুল আমিন, অধ্যাপক তাপস মজুমদার, অধ্যাপক ইমরান হোসেন, সমাজকর্মী মাসুদা বেগম বিউটি, সংগীতশিল্পী উজ্জ্বল ব্যানার্জি ও অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের আজীবন সদস্য ও পাঁজিয়া আবহমানের পরিচালক রিয়াজ লিটন।







