Friday, December 5, 2025

দাওরা হাদিস বোর্ড পরিক্ষায় সারাদেশে ২৯তম আব্দুল্লাহ

দাওরা হাদিসের বোর্ড পরিক্ষায় সারাদেশের মধ্যে মেধা তালিকায় ২৯তম স্থান অর্জন করেছে যশোরের অভয়নগরের কৃতি সন্তান হাফেজ মাওলানা আব্দুল্লাহ বিন রেজা। তিনি যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের রেজাউল ইসলাম বিশ্বাসের ছেলে। হাফেজ আব্দুল্লাহ যশোরের মনিরামপুর উপজেলার মাসনা মাদ্রাসা থেকে ২০২৫ শিক্ষাবর্ষে দাওরা হাদিস (মাস্টার্স সমমান) পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন। গত ৩ এপ্রিল কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যশোর জেলার মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন সে। তার এমন অভাবনীয় সাফ্যল্যে খুশি বাবা, মা, ভাই, বোন, চাচা, মামা, চাচী, খালা ,ফুফুসহ আত্বিয়স্বজন। হাফেজ আব্দুল্লাহ দৈনিক গ্রামের কাগজের অভয়নগর উপজেলা প্রতিনিধি তাওহীদ হাসান উসামা’র একমাত্র ভাইপো।
সাফল্যের ব্যপারে জানতে চাইলে হাফেজ আব্দুল্লাহ বলেন, এই সফলতা মহান আল্লাহর করুনা, আর আমার প্রচেষ্টা। দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরো বলেন, ভবিস্যতে আমি একজন ইসলামিক স্কলার হতে চাই।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর