Sunday, September 28, 2025

এবার যশোরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে নারীকে ধ/র্ষ/ণ

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

এবার যশোরে ‘শয়তানের নিশ্বাস’ (এক ধরনের রাসায়নিক) ব্যবহার করে এক নারীকে বশ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শহরের চৌরাস্তায় পদ্মারানীর পরিত্যক্ত ভবনের ভেতরে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ধর্ষক পেশায় রিকশাচালক। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা ওই নারীর মা কোতোয়ালি থানায় মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে ঝিকরগাছার একটি জুট মিলে চাকরি করতেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন ওই জুট মিল থেকে বেতনের টাকা আনতে। সকালে জুট মিল থেকে বের হয়ে এক রিকশাচালককে ঠিক করেন রুদ্রপুর যাওয়ার জন্য। রিকশায় ওঠার পর ওই রিকশাচালক তার মেয়ের মুখের সামনে কী যেন একটা ধরেন। এরপর থেকেই তার মেয়ে রিকশাচালকের কথায় বশ হয়ে যান এবং তার নির্দেশ মেনে চলতে বাধ্য হন। পরে ওই রিকশাচালক তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে শহরের চৌরাস্তায় পদ্মারানীর পরিত্যক্ত ভবনের ভেতরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান। এক পর্যায়ে মেয়ের মস্তিষ্ক স্বাভাবিক হলে তিনি সব খুলে বলেন। পরে এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, “ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত রিকশাচালককে আটকের চেষ্টা চলছে।”

উল্লেখ্য, এর আগে যশোরের বিভিন্ন স্থানে ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিল ব্রেথ’ নামের রাসায়নিক ব্যবহার করে প্রতারণা করত কয়েকটি চক্র। তারা প্রকাশ্যে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ করত। এ চক্রের তিন ইরানি নাগরিকসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল। সর্বশেষ শনিবার একই ধরনের রাসায়নিক ব্যবহার করে ওই নারীকে বশ করে ধর্ষণ করেছে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের এক সদস্য।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর