Friday, December 5, 2025

বাঘারপাড়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় মরহুম ক্বারী ইমাম আতাউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বাঘারপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডে মতিউর রহমানের (আতাউর রহমানের ছেলে) উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল আলীম, জিল্লুর রহমান, আব্দুল আলীস, মো. রিয়াজুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল হাই, পৌর আমীর মাওলানা আমানউল্লাহ ও সেক্রেটারি আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনা করেন এবং ফ্যাসিবাদের পতনের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রমজানের শিক্ষা ও তাকওয়া অর্জনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর