যশোরের মণিরামপুরে গতকাল ভোরে ঘটে যাওয়া বাস দুর্ঘটনার ঘটনায় বাসের চালক শাহাদাত হোসেন (২২) কে আটক করেছে পুলিশ। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। শাহাদাত হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল মান্নানের ছেলে।
গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চিনেটোলা বাজার এলাকায় যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মার্কেটে ঢুকে পড়ে। এতে ৯ জন যাত্রী আহত হন এবং তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দোকান ভেঙে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়।
দুর্ঘটনার পর চালক শাহাদাত হোসেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। পুলিশ তদন্ত চালিয়ে নিশ্চিত হয় যে, দুর্ঘটনাটি চালকের অসাবধানতার কারণেই ঘটেছে। পরে তাকে সেখান থেকে আটক করা হয় এবং আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
যশোর-চুকনগর মহাসড়কের চিনেটোলা বাজার এলাকায় বাসটি বেপরোয়া গতিতে চলছিল। মামলার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, চালকের বিরুদ্ধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানিয়েছেন, “দুর্ঘটনার পর থেকেই আমরা চালককে শনাক্ত ও আটকের জন্য কাজ করছিলাম। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।”
এ ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বিশেষ নজরদারি চালাচ্ছে। দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে দাবি জানিয়েছেন। মামলাটির সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে পুলিশ কাজ করছে।







