জাকির হোসেন, কেশবপুর: কেশবপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জুলফিকার আলী (৬৫) ২৬ মার্চ রাত ২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী ও এক নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, তিনি প্রায় দুই মাস ধরে চট্টগ্রামে তার একমাত্র সন্তানের বাসায় অবস্থান করছিলেন। সেখানেই হূদরোগে আক্রান্ত হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জুলফিকার আলী কেশবপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেশবপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, তিনি সংগঠনের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন।
মরহুমের জানাজা ২৭ মার্চ আসর নামাজের পর কেশবপুর উপজেলার আঠন্ডা গ্রামে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মোড়লসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।







