Friday, December 5, 2025

যশোরে রেলগেট যুব সমাজ ও মহল্লাবাসীর উদ্যোগে চাঁদ রাতে ইসলামী প্রতিযোগিতা

আসন্ন চাঁদ রাতে যশোরের রেলগেট যুব সমাজ ও মহল্লাবাসীদের উদ্যোগে এক বিশেষ ইসলামী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আয়োজনের মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের গান-বাজনা ও বাজির আসর থেকে বিরত রেখে ইসলামী জ্ঞান ও মেধার বিকাশ ঘটানো। প্রতিযোগিতাটি যশোর জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার বিষয়সমূহ: ১. ক্বিরাত প্রতিযোগিতা (সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত) ২. গজল ও হামদ-নাত (ঐচ্ছিক) ৩. কুইজ প্রতিযোগিতা (নির্ধারিত শীট অনুযায়ী)

প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

আয়োজন সম্পর্কিত বিস্তারিত:

  • স্থান: রেলগেট মডেল মসজিদ, যশোর
  • সময়: বাদ মাগরিব (চাঁদ রাতের দিন)
  • রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:
    • মাওলানা হাসিব (০১৫৬৮-০৫৫৯১১)
    • সাজিদ (০১৭২৩-৪৫৯৯০৫)
    • মাওলানা ঈসা (০১৭৭৫৫৯৬১২৬)

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতী মুঈনুদ্দিন।

রেলগেট যুব সমাজ ও মহল্লাবাসী সকল ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতাকে সফল করে তোলার আহ্বান জানিয়েছে আয়োজকরা। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ, যা নতুন প্রজন্মকে ইসলামিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে সহায়তা করবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর