সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ, আনসার, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ নির্মিত অনুপ্রভা মঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন সরকার সভায় সভাপতিত্ব করেন, এবং সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিগ্রী কলেজের সভাপতি ও সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী সোহাগ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান এবং সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
আর কে-০৪







