Friday, December 5, 2025

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ নারীর আইনি লড়াই

অনলাইনে কোনো কিছু অনুসন্ধান করলেই সংশ্লিষ্ট বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া ফিডে দেখানো এখন বেশ সাধারণ বিষয়। কিন্তু অনেকেই এটি ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হিসেবে দেখেন। এমনই এক ঘটনার শিকার হয়েছিলেন ব্রিটিশ নারী তানিয়া ওকারল।

২০১৭ সালে তানিয়া গর্ভবতী হন, তবে তখনো বিষয়টি কাউকে জানাননি। আশ্চর্যের বিষয় হলো, কিছুদিন পর থেকেই তার ফেসবুক ফিডে গর্ভাবস্থা ও শিশুসংক্রান্ত বিজ্ঞাপন দেখা যেতে থাকে। এতে তিনি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হন এবং ২০২২ সালে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তানিয়ার অভিযোগ ছিল, ফেসবুক তার অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করে টার্গেটেড বিজ্ঞাপন দেখাচ্ছে, যা যুক্তরাজ্যের মার্কেটিং আইন লঙ্ঘন করছে। তবে মেটা দাবি করে, তারা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য বিজ্ঞাপন দেখায় না, বরং ১০০ জনের বেশি মানুষের একটি গ্রুপকে টার্গেট করে। কিন্তু যুক্তরাজ্যের তথ্য ও গোপনীয়তা সংস্থা আইসিও মেটার এ যুক্তি মেনে নেয়নি।

আইনি লড়াইয়ের পর মেটা অবশেষে স্বীকার করে নেয় যে, তানিয়ার ব্যক্তিগত তথ্যের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানো হয়েছে এবং তারা এ ধরনের বিজ্ঞাপন বন্ধ করতে সম্মত হয়। যদিও তানিয়া এখনো ফেসবুক ব্যবহার চালিয়ে যাচ্ছেন, তবে তিনি ডিজিটাল গোপনীয়তার অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে গেছেন।

এ ঘটনাটি আমাদের ডিজিটাল গোপনীয়তা সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর