Sunday, April 27, 2025

যশোর সরকারি মুরগি খামারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব: দুই সহস্রাধিক মুরগি নিধন

যশোরের শংকরপুরে অবস্থিত সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ধরা পড়েছে। এ রোগ শনাক্ত হওয়ার পর ১৪ মার্চ রাতেই খামারের ২,০৭৮টি মুরগি নিধন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক।

সংশ্লিষ্ট সূত্র মতে, ১৩ মার্চ খামারটিতে প্রথমবারের মতো বার্ড ফ্লুর অস্তিত্ব শনাক্ত করা হয়। এরপর বিশেষজ্ঞ দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক জানান, এটি লো প্যাথোজেনিক বার্ড ফ্লু, যা মানবদেহে সংক্রমিত হওয়ার আশঙ্কা খুবই কম।

তিনি আরও জানান, খামারিদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মুরগির খামারে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর