Sunday, April 27, 2025

দেশসেরা ওপেনার তামিম ইকবাল হাসপাতালে

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ঢাকা প্রিমিয়ার লিগের চলমান আসরে মোহামেডানের নেতৃত্ব দিচ্ছেন। ২৪ মার্চ শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অস্বস্তি অনুভব করলে মাঠের মেডিকেল টিম দ্রুত সেবাশুশ্রূষা দেয়। বুকে ব্যথার কথা জানানোর পর তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর