Sunday, April 27, 2025

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের হোটেল ওরিয়নের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “গত ১৬ বছর প্রকৃত ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেননি। অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। করোনা মহামারির সময় ব্যবসায়ীদের জন্য বরাদ্দ প্রণোদনাও লুটপাট হয়েছে। তবে, বর্তমান সময়ে দেশে পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা সবাই মিলে বৈষম্যহীন একটি সমাজ গড়ে তুলতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন, যা জনগণের সরকার প্রতিষ্ঠায় সহায়ক হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট ইসহাক, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম ও প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর