Friday, December 5, 2025

বাঘারপাড়ার তরমুজ চাষী ফিরোজ হোসেনের স্বপ্ন সফলতার পথে

আজম খান, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের চাষী ফিরোজ হোসেন তরমুজ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে তিনি সফলতার পথে এগিয়ে চলেছেন।

করিমপুর গ্রামের দক্ষিণ মাঠে ফিরোজ হোসেন ৪০ শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন। ইতিমধ্যে তার তরমুজ ক্ষেতের গাছ ও ফলের বৃদ্ধি ভালো হয়েছে, যা তাকে আশাবাদী করে তুলেছে।

চাষী ফিরোজ হোসেন জানান, এ পর্যন্ত তরমুজ চাষে তার প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়েছে। তবে তিনি আশা করছেন, তরমুজ বিক্রি করে প্রায় ৩ লক্ষ টাকা লাভ করতে পারবেন।

উল্লেখ্য, ফিরোজ হোসেন একজন দক্ষ সবজি চাষী হিসেবে এলাকায় পরিচিত। গত বছর তিনি মরিচ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছিলেন।

তরমুজসহ বিভিন্ন সবজি চাষের জন্য তিনি কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেছেন, যাতে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তার উৎপাদন আরও উন্নত করা সম্ভব হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর