বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগ, গাজীপুর এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের যৌথ উদ্যোগে নারিকেলের ক্ষতিকর রোগজ স্পাইরালিং সাদামাছি পোকার সমন্বিত ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ও বিকেলে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) সেমিনার কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত-এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএআরএস, যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কীটতত্ত্ব বিভাগের সিএসও ড. একেএম জিয়াউর রহমান, পিএসও ড. এটিএম হাসানুজ্জামান এবং এসএসও ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও আরএআরএস, যশোরের অন্যান্য বিজ্ঞানীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস কার্যক্রমে অংশগ্রহণকারীরা নারিকেলের সাদামাছি পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা ফলাফল সরেজমিনে প্রত্যক্ষ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন উপজেলার কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. মোঃ কফিল উদ্দিন।
রাতদিন সংবাদ/আর কে-০২