Friday, December 5, 2025

যশোরে প্রতারণা মামলায় বাঘারপাড়ার বলরামপুর  গ্রামের ৪ ভাইসহ ৫ জন কারাগারে

যশোরের বাঘারপাড়ায় একটি প্রতারণা মামলায় বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের ৪ ভাইসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। এ মামলার অপর আসািম আবু সিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার আসামিদের স্থায়ী জামিন ও সময়ের আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সঞ্জীব কুমার সরকার।
আসামিরা হলো, বলরামপুর গ্রামের মৃত আলাউদ্দিন দফাদারের চার ছেলে মোজাফ্ফর আল মামুন, ইমরুল হক, তোফাজ্জেল হক, নজরুল ইসলাম ও মৃত জলিল দফাদারের ছেলে লিয়াকত দফাদার।
মামলার অভিযোগে জানা গেছে,মৃত আলাউদ্দিন দফাদারের ছেলে মোজাম্মেল হক নারিকেলবাড়িয়া বাজারে এক শতক জমির উপর ভবন করে ব্যবসা করে আসছেন। পরবর্তীতে এ জমির মালিকানা অপর আসামি তার আপন ভাইয়েরা দাবি করলে সালিয়ে মোজাম্মেল হক সাড়ে ৮ লাখ টাকা দেন আসামিদের। এ সংক্রান্ত একটি চুক্তিনামা করে দিবে আসামিরা। পরবর্তীতে আসামি লিয়াতক দফাদারের কথা বিশ^াস করে মোজাম্মেল হক সাক্ষর করে দেন। ২০২৩ সালের ২৫ আগস্ট আসামিরা মোজাম্মেল হকের দোকানে গিয়ে ১৫ লাখ টাকা দাবি করে ভাংচুর ও দখলের চেষ্টা করে। ৮ সেপ্টেম্বর এক সালিসে আসমিরা সাড়ে ৮ লাখ গ্রহনের অস্বীকার করেন। একই সময় মোজাম্মেল হকের স্বাক্ষর করা ফাঁকা স্টাম্প ফেরত চায়লে আসামিরা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় ওই বছরের ১১ সেপ্টেম্বর মোজাম্মেল হক আপন ৫ ভাইসহ ৬ জনকে আসমি করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে কোতয়ালি থানা পুলিশ অভিযোগের তদন্ত করে আসামিদের অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। এ প্রতিবেদনের উপর শুনানি শেষে বিচারক আসমিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছিলেন। আসমিরা আদালতে হাজির হয়ে মীমাংসার শর্তে অন্তরবর্তী জামিন নেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য বদলী করা হয়। মঙ্গলবার মামলার ধার্য দিয়ে আসামিদের মধ্যে ৫ জন উপস্থিত হয়ে স্থাীয় জামিন আবেদন ও এক জনের সময়ের আবেদন করেন। এ দিন শুনানি শেষে বিচারক উপস্থিত ৫ জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরন ও অপর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর