মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুরে রাজনৈতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মণিরামপুর পৌর শহরের শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর পৌর শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী মণিরামপুর পৌরসভা আমীর অধ্যাপক আব্দুল বারীর সভাপতিত্বে এবং জামায়াত নেতা অধ্যাপক আহসান হাবীব লিটনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াত নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি রশীদ বিন ওয়াক্কাস, ইসলামী আন্দোলনের নেতা ইবাদুল ইসলাম মনু, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা লিয়াকত আলী, পৌর সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ মোড়লসহ আরও অনেকে।
মাহফিলে মাহে রমজানের তাৎপর্য নিয়ে উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আর কে-১২







